রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪: সরকারি সহায়তায় আইনগত সেবা প্রদানে বরিশাল জেলা লিগ্যাল এইড এ বছরে ৯শ ৫৫ টি মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছে। এছাড়াও ২ শ ২৯ টি মামলা দায়ের করে ২ শ ৭ টি মামলা নিষ্পত্তি করে। আজ(২৯ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানায় লিগ্যাল এইড কর্মকর্তারা। জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইডের চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে লিগ্যাল এইডের কার্যাদি বর্ননা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ নাজমুল হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, এবছর দায়েরকৃত ২ শ২৯ টি মামলার মধ্যে বাকি থাকা ২২ টি মামলাও নিষ্পত্তির পথে। চলমান মামলায় আইনি সহায়তা দেয়া ৯ শ ৫৫ টি মামলার মধ্যে ৬ শ ১৭ টি ফৌজদারি ও ৯৯ টি দেওয়ানী মামলা দায়ের করা হয়েছে এবং নারীদের আবেদনে ২ শ ৩৯ টি পারিবারিক মামলা দায়ের করা হয়। নারীদের দেনমোহর ও ভরনপোষণ বাবদ পাওনা ৬৯ লাখ ২ হাজার টাকা আদায় করে দেয়া হয়। ৩৮ টি মামলায় আপোষে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার করে দেয়া হয়। এছাড়াও ৩ শ ৫০ জন ব্যক্তিকে বিনামূল্যে আইনি পরামর্শ দেয়া হয়। এ বছর ৪শ ৫২ মামলায় সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে আইনি সেবা দেয়া হয়। বিভিন্ন আদালত হতে এডিআরের মাধ্যমে ৮২ টি মামলা পোষ্ট কেইস পাঠিয়ে ৭৭ টি নিষ্পত্তি করা হয়। আপোষ মিমাংসার মাধ্যমে ৪৫ টি মামলা প্রত্যাহার করা হয়। প্যানেল আইনজীবীদের মামলা পরিচালনার ফি বাবদ ৪ লাখ ৮৫ হাজার ৯ শ ১১ টাকা পরিশোধ করা হয়। জেলা লিগ্যাল এইড অফিস অসহায়, দরিদ্র, নানাবিধ আর্থিক ও সামাজিক কারণে অক্ষম বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনগত পরামর্শ, ডি এন এ টেষ্টের খরচ সহ মামলা পরিচালনা সেবা দেন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ আবু শামীম আজাদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, আদালতের পিপি এডভোকেট গিয়াস উদ্দিন কাবুল, আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল প্রমুখ।