মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ির পেছনে নির্জন স্থানে কঙ্কাল পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে জড়িয়ে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হয় ওই ব্যক্তি একই এলাকার হালিম হাওলাদারের পুত্র ও দুই সন্তানের জনক কাউসার হোসেন (৩৫)।
জানা গেছে, নিহত কাউসার হোসেন গত জানুয়ারি ২০১৯ থেকে নিখোঁজ ছিলেন ।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী মারফত খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে লাশের পরিচয় নিশ্চিত হয়েছি। নিহতের স্বজনরা কাউসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন।
ওসি বলেন, ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ মানিব্যাগসহ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যার পরে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। অধিকতর তদন্তের জন্য সিআইডি টিম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।