শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
নগরীর সরকারী হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথা এলাকায় এম এস আল মদিনা কার্গো সার্ভিসের একটি কার্গোর সাথে বালীবাহি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩রা ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে স্থানীয়ভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,চৌমাথা এলাকার ব্রিজ পার হওয়ার সময় কার্গোটিকে হঠাৎ করে একটি ব্যাটারি চালিত অটো ওভারটেক করতে চায়। এমন সময় অপর দিক থেকে আসা একটি বালীবাহি ট্রাক ব্যাটারি চালিত অটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে কার্গোর সাথে মুখোমোখি সংঘর্ষ হয়।
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জনতার ভিড়। ছবি:ক্রাইমসিন২৪
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার এসআই মামুন জানান, ঢাকা মেট্রে ট ১১-৮৩৭৫ নম্বরের কার্গোর সাথে ঢাকা মেট্রে ট ১১-২১১২ সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় ট্রাকে অবস্থানরত মামুন,ইলিয়াস ও লালচাদ নামের ৩ জনকে জিম্মায় রাখা হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাক ২টি দ্রুত রাস্তা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।