শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরী মোনাজাতে বলেছেন,হে আল্লাহ ইসলামী শত্রুদের নসিবে হেদায়াত না থাকলে ধ্বংস করে দিন। আমীন আমীন বলে এসময় ময়দানে উপস্থিত লাখ লাখ মুসুল্লি সাড়া দিয়ে পীরের দুয়ায় সমর্থন জানায়।
শুক্রবার সকালে ১২ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী আয়োজিত চরমোনাইর মাহফিল শেষ হয়। আখেরী মোনাজাতে পীর রেজাউল মহান আল্লাহর দরবারে আরো বলেন,আল্লাহ হক্ব বাতিলের পরিচয় প্রকাশ করে দিন।হ্বককে বাতিলের থেকে বিজয় দিয়ে দিন।
মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে সকলের কৃত পাপের ক্ষমা চান।মৃত্যুর ভয়ে কবর হাশরের চিন্তায় মোনাজাতে পীরের সাথে কান্নায় ভেংগে পড়েন।মুসুল্লীদের কান্নায় চরমোনাইর আকাশ বাতাস ভারী হয়ে যায়।মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ ও মুসলিম জাতির কল্যান চেয়ে দুয়া করা হয়।
এসময় তিনি র্যাব, পুলিশ, সাংবাদিকদের জন্য দুয়া করেন।মোনাজাতের পূর্বে পীর রেজাউল নতুন ও পুরাতন মুরিদদের সবক বাতলাইয়া দেন।
ফজর বাদ তিনি মাহফিলের শেষ বয়ান করেন। বয়ানে জীবনের প্রত্যেক কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে বলা হয়। কুরআন হাদিস অনুযায়ী আমল করে প্রত্যেককে মুসলিম হয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে বলা হয়। বয়ানে তিনি বলেন ইউপি নির্বাচনে আল্লাহ ও রাসুলের পক্ষে ইসলামী আন্দোলন অংশ নেবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে শুরু হয় তিনদিন ব্যাপি চরমোনাইর (অগ্রহায়ণের) বার্ষিক মাহফিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম যোহর বাদ বয়ানের মাধ্যমে মাহফিল শুরু করেনন।