শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে বেল্লাল হোসেন (২৮) নামের এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। যে ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় আটক বেল্লালকে গ্রেফতার দেখিয়ে রোববার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদ জানান, বরিশালের বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা প্রতারক বেল্লাল হোসেন ও চাখারের সাকরাল গ্রামের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামি শহিদুল ইসলাম বরিশাল কারাগারে একত্রে থাকার সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সস্প্রতি তারা জামিনে বের হয়। শনিবার সন্ধ্যায় সাকরাল গ্রামে শহিদুল ইসলামের স্ত্রী সাদিয়ার বাড়িতে গিয়ে বেল্লাল হোসেন নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। এসময় সে (বেল্লাল) সাদিয়াকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানতে পেরে পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই প্রতারক বেল্লালকে আটক করেন।