বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
পটুয়াখাল প্রতিনিধিঃ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বিএনপি’র চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে পটুয়াখালী জেলা বিএনপি।
আজ ২৩ (নভেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির উদ্দ্যগে পটুয়াখালী শেরেবাংলা সড়ক বটতলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
এ্যাড,ওয়াজিদ সরোয়ার কালাম’র সভাপত্বিতে সমাবেশে আরও উপস্থীত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির
যুগ্ন সাধারন সম্পাদক মো,মশিউর রহমান,যুব বিষয়ক সম্পাদক ও বারের সাবেক সেক্রেটারী এ্যাড,এটিএম মোজ্জামেল হক( তপন)এবং জেলা বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মো,আলঙ্গীর হোসেন (বাচ্চু)কৃষক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো,শাহজাহান মিয়া,ও প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান ও,জেলা বি,এন, পির, অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আব্দুল রহমান এবং মহিলা দলের সাধারন সম্পাদিকা, যুবদল,ছাএদল,শ্রমিকদল,সেচ্ছা সেবকদলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থীত ছিলেন।