বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে ডাকাত বাহিনীর প্রধান ২০মামলার আসামী জুয়েল মৃধা গ্রেপ্তার  কলাপাড়ায় এইচএসসিতে মহিপুর  মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজ এগিয়ে ৫ দিন পাঞ্জা লড়ে মৃ-ত্যুর কাছে হার মানলেন সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা মহিপুরে অর্থের অভাবে অন্ধ হতে বসেছে শিশু তাওহিদ, সাহায্যের আবেদন
বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

Sharing is caring!

আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালসহ বিভাগের ৬ জেলা সদর ও চার উপজেলায় ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় করা হয়েছে।

বিভাগীয় শহর বরিশালে কর মেলা সাত দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় ৪ দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেখ কামাল অডিটরিয়ামে ও গলাচিপা অফিসার্স ক্লাবে কর মেলা শুরু হয়েছে।

এদিকে, মঙ্গলবার পিরোজপুর ও বরগুনায় জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্ত হয়েছে। এরআগে সোমবার ঝালকাঠি ও পটুয়াখালীতে জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্তি ঘটে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, মেলার ষষ্ঠদিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৭২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৯ জন। সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৪৫ জন।

পিরোজপুরে চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ১২ লাখ ৫৬ হাজার ৩৭৯ টাকার কর আদায় হয়েছে।রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১৩২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৮ জন। সেবা নিয়েছেন ৫ হাজার ৪৪৪ জন।

বরগুনায় চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ৩৯ লাখ ৩২ হাজার ১৮ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। সেবা নিয়েছেন ৩ হাজার ২২৪ জন।

ভোলায় মেলার তৃতীয়দিনে ১০ লাখ ১৮ হাজার ৯৬ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৪ জন। সেবা নিয়েছেন ৩ হজার ৮৮৩ জন। এছাড়া জেলার লালমোহন উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ১৩ লাখ ৬১ হাজার ৪২৭ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২২০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন একজন। সেবা নিয়েছেন ৫৬৩ জন।

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ৬ লাখ ১২ হাজার ২০৯ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২০০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন। সেবা নিয়েছেন ৮৯২ জন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রথমদিনে ১২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন পাঁচজন। সেবা নিয়েছেন ৪৩৫ জন। এছাড়া জেলার গলাচিপা উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৭৮৫ শত টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৭৬ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন আটজন। সেবা নিয়েছেন ৪৩৮ জন।

সেই হিসেবে বরিশাল কর অঞ্চলে মঙ্গলবার মোট ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৫ হাজার ৭৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২১০ জন। সেবা নিয়েছেন ৩০ হাজার ২২৪ জন।

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোনো ধরনের সেবা পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD