রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীকে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। লাঞ্চনার শিকার শিক্ষার্থী রবিউল ইসলাম জানান, গতকাল ” লিংকারস ইন বরিশাল ইউনিভার্সিটি” নামে ফেসবুক গ্রুপে “রাজনীতির সাথে যুক্ত থেকে সাংবাদিকতা কতটা যুক্তিযুক্ত?” এমন একটি বিশ্লেষণাত্বক পোস্ট দেন তিনি। এরপর এটি নিয়ে তার কয়েকজন সহপাঠী ক্ষুব্দ হন।
বৃহষ্পতিবার পরীক্ষার পর ডেকে নিয়ে সহপাঠী তারিকুল ইসলামের নেতৃত্বে আব্দুল আজিজ, আজম খান, রাজু ও মেহেদী (মিশাদ) এমন পোষ্ট দেয়ার কারণ জানতে চায় এবং শারীরিকভাবে আমাকে লাঞ্চিত করে। ঘটনার পরপরই বিষয়টি আমি ছাত্র উপদেষ্টাকে জানাই এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এর আগেও তারিকুল ইসলাম তাকে মারধরের হুমিক দেয় বলে জানান রবিউল ইসলাম।
এ ব্যাপারে অভিযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ ম বর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বন্ধু হিসেবে বন্ধুকে কত কথা বলা যায়। সেই হিসেবে আমরা ফেসবুকে স্ট্যাটাসটি দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছি মাত্র। কোন লাঞ্চনার ঘটনা ঘটেনি। বিষয়টি বিভাগীয় প্রধানও অবগত রয়েছেন। তিনি বলেন, একটি ছোট বিষয় কেন ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে তা বুঝতে পারছি না। রবিউল আমাদের বন্ধু, আর বন্ধু হিসেবে বন্ধুকে ডেকে কথা বলা দোষের কিছু নয়।
এ বিষয়ে নিজ বিভাগের কাজে সারাদিন ব্যস্ত থাকার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর সুভ্রভাত হালদার বলেন,ওই ছাত্র লিখিত অভিযোগ দিয়েছে কিনা সেটি জানতে হবে। তবে অপরাধের ধরণ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন একাডেমিক ব্যবস্থা নিতে পারে। তবে দেশের প্রচলিত আইনে অপরাধ হলে সে বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নিবে।