রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
বরিশাল নগরের ক্লাব রোডের বরিশাল ক্লাব মিলানয়তনে ৭ দিনব্যাপী কর মেলার প্রথম দিনেই সেবা গ্রহনকারী ও করদাতাদের ভিড় দেখা গেছে। বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) মেলার প্রথম দিনেই আয়কর প্রদানের পাশাপাশি নানা বিষয়ে অবহিত হয়েছেন সেবা গ্রহিতারা। যদিও গত বছরের প্রথমদিনের হিসেব অনুযায়ী এবারের প্রথমদিনে প্রায় ৬ লাখ টাকা কম কর আদায় হয়েছে। তবে গত বছরের হিসেবে প্রথমদিনে প্রায় ২ হাজার জন বেশি সেবাগ্রহন করেছেন এবারে। বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, এবারে বরিশালে মেলার প্রথম দিনে ৪৯ লাখ ৩২ হাজার ৩২৯ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩০৮ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ৫১ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৫ হাজার ২২৩৭ জন। আর গত বছর প্রথমদিনে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় করা হয়েছিলো। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছিলেন ১ হাজার ৩৩৮ জন করদাতা। নতুন ই- টিআইএন এর মাধ্যমে করদাতা হয়েছিলেন ৮৫ জন। সেবাগ্রহণ করেছিলেন ৩ হাজার ২০৮ জন। উল্লেখ্য বিভাগীয় পর্যায়ের এ মেলা আজ ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বরিশাল ক্লাবে বিভাগীয় পর্যায়ের এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের জন্য ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোন ধরনের সেবা পাচ্ছেন।