রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের উপর সন্ত্রাসী হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক কর্মচারীদের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. প্রকৌশলী রুহুল আমিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রকৌশলী মো: আব্দুর রকিব, রেজাউল বাহার, ইউসুফ আলী, মামুনুর রশীদ সহ সকল বিভাগীয় প্রধানরা। এতে ইন্সটিটিউটের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপশি এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো ছাত্র হতে পারে না। এরা সন্ত্রাসী।