সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩ কুয়াকাটা সৈকতে ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন কলাপাড়ায় বিরল প্রজাতির সজারু উদ্ধার/ চিকিৎসা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আত্মজীবনী সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্ত ২৪ জেলে পরিবারকে ত্রান সহায়তা প্রদান
পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

পিইসি বাতিলসহ ৭ দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন

Sharing is caring!

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিল ও শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধসহ সাত দফা দাবিতে বরিশালে শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগ‌রের সদ‌র রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ শিক্ষা কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আহ্বায়ক সুজয় শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিসা মুনতাজের সঞ্চালনায় কনভেনশনে আলোচনা করেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপংকর চক্রবর্তী, বাসদ (মাক্সবাদী) বরিশাল জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য প্রিয়াংকা মিত্র প্রমুখ।
আলোচনায় বক্তারা শিক্ষাক্ষেত্রের নানা সংকট এবং সেগুলো থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সব সচেতন মানুষ উদ্বিগ্ন। শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের ফলে শিক্ষার মূল যে লক্ষ্য, অর্থাৎ নীতি-নৈতিকতাসম্পন্ন মানুষ গড়ে তোলা, সেই লক্ষ্যই ব্যাহত হয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে বছর বছর বেতন-ফি বাড়ানো হচ্ছে।

‘শিশুদের শৈশব ধ্বংসকারী পিইসি পরীক্ষা চালু আছে। ফলে শিশুর পিঠে ভারী স্কুল ব্যাগ আর পরীক্ষা-কোচিংয়ের ফলে দেখা দিচ্ছে শিশুদের মনোবৈকল্য। কিন্তু এই পরীক্ষার সঙ্গে লাখ লাখ টাকার কোচিং ও গাইড ব্যবসা জড়িত থাকায় ক্রমাগত আন্দোলনের পরেও এটি বন্ধ হচ্ছে না,’ যোগ করেন তারা।

অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়েও কথা বলেন আলোচকরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্তর্ভুক্ত সাত কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করাসহ জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD