রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
২৬ অক্টোবর ২০১৯ শনিবার। ১১ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ। ২৬ সফর ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৮৬৩- ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়।
১৯৩৪- মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬- মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু।
১৯৫০- মাদার তেরেসা ভারতের কলকাতা শহরে সেবা প্রতিষ্ঠান মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন।
১৯৫৬- আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা গঠিত হয়।
১৯৭১- চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
জন্ম
১৮৭৩- বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল কাশেম ফজলুল হক।
তিনি একে ফজলুল হক নামে অধিক পরিচিত। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরেবাংলা (বাংলার বাঘ) এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। কর্মজীবনে কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী (১৯৫৪), পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৫৫) ও পূর্ব পাকিস্তানের গভর্নর (১৯৫৬-১৯৫৮) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। ১৯৫৮ এর ২৭ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়।
১৮৮০- রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি।
১৮৮৮- কবি মোহিতলাল মজুমদার।
তিনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকার হিসেবে বিবেচিত। গভীর দৃষ্টি, নিপুণ বিশ্লেষণ ও ভাব-গম্ভীর ভাষার মহিমায় মোহিতলালের সমালোচনাধর্মী গ্রন্থগুলো ধ্রুপদী সাহিত্যের পর্যায়ে উন্নীত হয়েছে। তার কাব্যগ্রন্থ দেবেন্দ্র-মঙ্গল (১৯২২), স্বপন-পসারী (১৯২২) এবং প্রবন্ধ আধুনিক বাংলা সাহিত্য (১৯৩৬), সাহিত্যকথা (১৯৩৮) বহুল আলোচিত।
১৮৯০- বাংলা ভাষার অন্যতম প্রধান ভাষাবিজ্ঞানী ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
১৯৪৭- যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টন।
১৯৭২- জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ।
মৃত্যু
১৯৫৯- জার্মান ফুটবলার আন্দ্রিয়াস হিনযে।
১৯৭৯- দক্ষিণ কোরিয়ার সাবেক রাষ্ট্রপতি পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত।
১৯৮৯- নোবেলজয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জে. পেডেরসেন।
২০১৩- আমেরিকান গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন।