সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
কবিতা ও আড্ডায় শেষ হলো জীবনানন্দ পুরষ্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানের প্রথমার্ধের আয়োজন।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় নগরের রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটারের কর্মবীর আব্দুল খালেক গণপাঠাগারে কবিতার আসর শিরোনামে কবিতাময় এই আড্ডা শুরু হয়। যা শেষ হয় বেলা সাড়ে ১২ টায়।
হাড়িতে ভাত নেই চর্যাপদের বানী উল্লেখ করে কথা সাহিত্যিক সেলিনা হোসেন তার বক্তব্যে বলেন, মানবজীবনের চরম সত্যকথা কবিতায় স্পষ্ট করে গেছেন কবিরা। আমাদের চর্চা ধারন করতে হবে। যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ এমন চেতনা হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে হবে বহুদূর।
তিনি বলেন, বরিশাল এলেই আমি জীবনানন্দের বাড়ি দেখতে যেতাম। জীবানন্দের চর্চায় এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে।
আড্ডা ধানসিড়িকে ধন্যবাদ জানিয়ে কবি ও কথাসাহিত্যিকরা এই আয়োজনকে বাংলা সাহিত্যের অত্যাবশ্যকীয় একটি অনুসঙ্গ বলে উল্লেখ করেন।
তারা এই আয়োজন অব্যাহত রাখার আহবান জানান।
আড্ডায় স্ব-রচিত কবিতা পাঠ করেন কথা সাহিত্যিক আব্দুল মান্নান সরকার, কবি জুয়েল মাজাহার, জীবনানন্দ পুরষ্কার ২০১৯ এর আহবায়ক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মুহাম্মদ মুহসিন, কবি শামীম রেজা, নিখিলেশ রায়, সন্তোষ সিংহ, দুর্বা’র সস্পাদক গাজী লতিফ, নালন্দালোকের সম্পাদক সৈয়দ সগীর উদ্দিন আহমেদ, কবি আসমা চৌধুরী, বিশ্বসাহিত্য কেন্দ্র বরিশালের সমন্বয়ক বাহাউদ্দিন গোলাপ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কবি মোস্তফা তারিকুল আহসান, কবি দুলাল সরকার, জাতীয় কবিতা পরিষদ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ অধিকারী, কবি হিজল জোবায়ের, মিছিল খন্দকার, মাহমুদ মিটুল, সৈয়দ মেহেদী হাসান, চঞ্চল বাসার প্রমুখ।