রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য এবং খাদ্য অধিকার আইনের দাবি জানিয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও সামারকলিপি প্রদান করা হয়েছে।
খাদ্য অধিকার বাংলাদেশের বরিশাল জেলা কমিটির আয়োজনে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বরিশাল খাদ্য অধিকার জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. হাবিবুর রহমান, ক্যাব বরিশালের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বরিশাল মহিলা পরিষদের সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর হোসেন, জাহানারা স্বপ্না সহ অন্যরা।
সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠান সঞ্চলনা করেন উন্নয়ন সংগঠন নেতা শুভংকর চত্রবর্তী।
পাশাপাশি বক্তারা খাদ্য অধিকার আইনের বাস্তবায়ন করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার দাবি জানান।
মানব বন্ধন শেষে তারা নগরে একটি র্যালি বের করে। যা বিভিন্ন সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।