শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
পিরোজপুরে জেলে হত্যা : প্রধান আসামী বরিশালে গ্রেফতার

পিরোজপুরে জেলে হত্যা : প্রধান আসামী বরিশালে গ্রেফতার

Sharing is caring!

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নদীতে মাছ ধরা নিয়ে বিরোধে প্রতিপক্ষ জেলের পিটুনীতে রফিকুল হাওলাদার(২৩) নামে এক জেলে নিহত হওয়া ঘটনায় অভিযুক্ত প্রধান আসামী আব্দুল মন্নান মুন্সীকে বরিশালে থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) বরিশাল বিমান বন্দর থানা পুলিশের সহায়তা ভাণ্ডারিয়া থানার এস.আই গোলাম মোস্তফা, এ.এস.আই মাসুদ, এ.এস.আই শফিকুল ইসলাম মোবাইল প্রযুক্তির মাধ্যমে বরিশাল বিমানবন্দর থানাধীন সোনামিয়ার পুল বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল মান্নান মুন্সী উপজেলার লক্ষিপুরা গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে।

এদিকে নিহত জেলে রফিকুলের লাশ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার লক্ষিপুরা গ্রামের জেলে রফিকুল হাওলাদার ভাণ্ডারিয়া শহর সংলগ্ন পোনা নদী তীরে চরগড়া জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা চালায়। এসময় একই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে জেলে আব্দুল মন্নান মুন্সী বাাঁধা দেন। এ নিয়ে দুই জেলের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায় আব্দুল মন্নান মুন্সী নৌকার বৈঠা দিয়ে জেলে রফিকুলকে বেধড়ক পিটিয়ে পোনা নদীবক্ষে ফেলে দেয়। এরপর রফিকুল নদী বক্ষে নিখোঁজ হলে স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল অভিযান চালিয়ে চারঘন্টা পর নদীবক্ষ হতে নিহত জেলে রফিকুলের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মোতালেব হাওলাদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, নিহত জেলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জেলে মন্নান মুন্সীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD