বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বাসের চাপায় মো. সুমন খান (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) শহরের পৌর এলাকার বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের মালেক খান শাজাহানের ছেলে ও শহরের নাবিন টাওয়ার মার্কেটের গিফট কর্নারের মালিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে হেঁটে ভান্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়ক হয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন সুমন। পথে তিনি ওই সড়কের এমএ খালেক মিয়ার পাথর বাড়ির সামনে পৌঁছালে ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৪) একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান দুর্ঘটনার সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন। পরে তিনি বাস ফেলে পালিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সুমনের মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহত সুমনকে ময়না-তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওসি আরও জানান, নিহতের পরিবার থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। হেলপারকে আটকের চেষ্টা চলছে।