বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় জেলা বিএনপির নেতৃবৃন্দকে সংবর্ধনা কলাপাড়ায় মসজিদ-মন্দির উন্নয়ন বরাদ্দের টাকা লোপাটের অভিযোগ পুলিশের মৃদু লাঠিচার্যে সড়ক ছেড়েছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ
বরিশালে রিকশা শ্রমিকদের আমরণ অনশন দ্বিতীয় দিনে

বরিশালে রিকশা শ্রমিকদের আমরণ অনশন দ্বিতীয় দিনে

Sharing is caring!

বিকল্প কর্মসংস্থান তৈরি ছাড়া ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ বন্ধ, প্রয়োজনীয় নীতিমালার ভিত্তিতে নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল এবং প্রশাসন কর্তৃক জব্দ করা প্রায় দুই কোটি টাকা অর্থমূল্যের ব্যাটারি ও মোটর ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালের রিকশা শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে।

অনশনের প্রথম দিন পার হতে না হতেই বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন। যাদেরকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল থেকে অনশনস্থলে বসেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ অনশন কর্মসূচি শুরু হয়।

অনশনরত শ্রমিকরা বলেন, গত ১৯ আগস্ট থেকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বরিশাল শহরে দফায় দফায় ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদের নামে প্রশাসনের নির্মম অভিযান চলছে। প্রায় দুই মাসব্যাপী এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়েছে এবং প্রায় প্রতিটি গাড়ির ব্যাটারি-মোটর খুলে রাখা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। এই বিপুল অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি দরিদ্র রিকশাচালকরা শিকার হয়েছে নানাবিধ আর্থিক হয়রানি ও নির্যাতনের।

তারা জানান, এ বিষয়ে সমাধান চেয়ে বার বার প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা করা যায়নি। তাই বাধ্য হয়েই তারা আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন।

ব্যাটারিচালিক রিকশা শ্রমিক সংগঠনের উপদেষ্টা ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, এটা কোনো প্রতীকী অনশন নয়। শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অনশন কর্মসূচি চলবে। তাদের সঙ্গে অনেকেই সংহতি প্রকাশ করেছেন, অনেকেই আমরণ অনশনে অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD