শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
রিশালে চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ১৯ জন অসহায়-দুস্থকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে তাদের হাতে সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
এসময় জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, জাতীয় সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ১৯ জন অসহায়-দুস্থ ব্যক্তিকে শিক্ষা ও চিকিৎসা সহায়তা হিসেবে ৭১ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।