শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সদর উপজেলার লাহারহাট সড়কের পাশে কালভার্ট আটকিয়ে ভবন নির্মাণ করা হয়েছে।
সাহেবেরহাট বাজার লাগোয়া সিঙ্গাপুর প্রবাসী মোঃ লিটন মিয়ার নির্মান করা ভবনটির কারণে পানি চলাচল বন্ধ হওয়ায় ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কালভার্টের পার্শ্বের আবাসিক বাড়িগুলোতে হাঁটুসমান পানি জমে থাকায় সেখানকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পরায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা স্থায়ী সমাধান চেয়ে স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীমকে অবহিত করেছেন।
শনিবার সকালে উপজেলা প্রকৌশলী অলি উল্লাহ জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে শুক্রবার বিকেলে তিনি সরেজমিন পরিদর্শন করে পানি চলাচলের পথ উন্মুক্ত করে দেয়ার জন্য ভবনের মালিক প্রবাসী লিটনের পরিবারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছেন। নতুবা ভবনটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্ট টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন আহম্মেদ জানান, প্রথমে পানি চলাচলের জন্য কালভার্টের মুখটি উন্মুক্ত রাখা হলেও কিছুদিন পরে তাও মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। ফলে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গোটা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পানিবন্দি হয়ে পরেছে সড়কের দুই পাশের কয়েকশ’ পরিবার।