শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
সেনাবাহিনীতে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টাকালে সাইফুল ইসলাম (২৫) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বরিশাল নগরের চৌমাথা লেক সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র্যাবের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে এসময় তার সাথে থাকা প্রাইভেট কারের চালক পালিয়ে যায়।
আটক সাইফুল এরআগে গত বছরের ২৮ অক্টোবর ভূয়া চিকিৎসকের পরিচয়ে রোগীর সেবা দিতে গিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলো।
আটক সাইফুল জানিয়েছে সে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কুমারের পাড় এলাকার নুরুজ্জামান হাওলাদারের ছেলে।
নগরের চৌমাথা লেক সংলগ্ন এলাকার ডি.আর মটরস এন্ড কার ডেকোরেশনের মালিক মোঃ ইশতিয়াক তুহিন ও তার বাবা জানান, সাইফুল ইসলাম প্রায়ই তার গাড়ির ডেকরেশনের মালামাল কিনতো। ধারাবাহিকতায় সে দোকান মালিকের পরিবারের খোজ-খবর নিতো এবং একপর্যায়ে ইশতিয়াক তুহিনের ছোট ভাইকে ৪ লাখ টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরি পাইয়ে দেয়ার কথা বলে। আজ তার বায়োডাটা ও নগদ ৫০ হাজার টাকা নিতে আসে।
ইশতিয়াক তুহিন জানান, বিষয়টি আগে থেকেই সন্দেহজনক হলেও তারা কখনো মেজর ও চিকিৎসক পরিচয়দানকারী সাইফুলের বিষয়ে খোজ-খবর নেন। এতে সাইফুলের বিষয়ে সন্দেহ দেখা দিলে তারা র্যাব-৮ কে অবহিত করেন।
পরে র্যাব-৮ এর সদস্যরা এসে সাইফুল ও তার ব্যবহৃত প্রাইভেট কারটি আটক করে নিয়ে যান। যে প্রাইভেট কারটির সামনে কাগজে বাংলাদেশ সেনাবাহিনীর কথা লেখা রয়েছে। তবে ঘটনাস্থলে আসা র্যাব-৮ এর সদস্যরা এ বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে রাজি হননি, তারা পরবর্তীতে এ বিষয়ে জানাবেন বলে জানান।