বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া শিশু কিশোর মেলার মতবিনিময় সভা বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন নিম্নচাপের কারনে বঙ্গোপসাগর উত্তাল, পায়রা বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত সরকারকে বলবো, সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করুন বরিশালে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ উপলক্ষে সাইকেল রেলী অনুষ্ঠিত বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলাপাড়ায় সরকারি এম বি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন কুয়াকাটায় বেড়িবাঁধ নির্মাণে সংরক্ষিত বনের বালু উত্তোলন, হুমকিতে সবুজ বেষ্টনী বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে গুমট পরিবেশ চন্দ্রদ্বীপ ইউনিয়নের রাস্তা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এলজিইডির টিম বাউফল নারীর বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে ৮দিনের অভিযানে ১৯ জেলে আটক, প্রায় সাড়ে ৩ লক্ষ মিটার জাল জব্দ বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ কলাপাড়ায় নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা কুয়াকাটা পৌর বিএনপির অফিস ভাংচুর মামালায়, পৌর আওয়ামী লীগ সভাপতি সহ ৪ জন জেল হাজতে
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত

Sharing is caring!

আসন্ন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রতীক বরাদ্দের শেষ দিনে বরিশাল আঞ্চলিক নিবার্চন কার্যালয় সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বী ছয় জন উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন বরিশাল আঞ্চলিক নিবার্চন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

এ নিবার্চনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও তিন জন স্বতন্ত্রসহ মোট ছয় জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। ভাইস চেয়ারম্যান পদে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে খোরশেদ আলম ভুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রওমান বিনতে শফিকুল ইসলাম রুমানা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুইজন ভাইস চেয়ারম্যানের প্রার্থীতা যাছাই-বাছাইয়ে বাতিল করা হয়।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম জানান,আসন্ন মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে, উপজেলা চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এবং ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনাপ্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হয়।

তিনি আরো জানান,মেহেন্দীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৪৬১ জন এবং এক লাখ সাত হাজার ৪২৫ জন নারী ভোটার রয়েছেন । মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ৫৮৬ টি কক্ষে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD