শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন, রেজাউর রহমান রাজু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। তাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমরা অবিলম্বে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা অংশ নেন।