শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
যারা ভূমিদস্যুতার মাধ্যমে চর দখলে জড়িত , নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব সারাদেশে নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন বাউফলে অবৈধ ব্রিকফিল্ড বন্ধের ২৪ ঘন্টা না যেতেই ফের চালু বাউফলে জেলে ও চাষী পরিবারের মানববন্ধন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা বেগম জিয়ার রোগমুক্তির জন্য মেহেন্দীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল
উজিরপুরে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

উজিরপুরে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

Sharing is caring!

বরিশালের উজিরপুরে রিমা আক্তার (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উজিরপুরের সাতলা ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করলেও, স্বজনদের দাবী ঘটনা ভিন্ন খাতে প্রবাভিত করার জন্য হত্যার পর ওই গৃহবধুর মরদেহ শশুর বাড়ির লোকজন গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে শশুর বাড়ি এলাকা থেকে রিমার মরদেহ উদ্ধার করা হলেও খুজে পাওয়া যায়নি সেই বাড়ির কাউকে। রিমার স্বামীসহ শশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। মৃত রিমা আক্তার (২৭) বরিশালের আগৈলঝাড়া উপজেলার জয়রামপট্টি এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে। দীর্ঘ ৮ বছর পূর্বে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের মন্নান বেপারীর ছেলে মিজানুর রহমানের সাথে তার বিয়ে হয়। সাংসারিক জীবনে মিজান ও রিমা দম্পতির আবু সাঈদ নামে ৫ বছরের এক ছেলে সন্তান রয়েছে। রিমার চাচা গোলাম মাওলা জানান, রিমা দেখতে একটু কালো হওয়ায় বিয়ের সময় যৌতুক দিতে হয়। এরপর দীর্ঘ ৮ বছরের সংসার জীবনে মিজান ও তার পরিবারকে বিভিন্ন সময়ে ওই কারনেই গরু, নগদ টাকাসহ নানান উপটৌকন দিতে হয়েছে। সর্বোশেষ মিজান ও তার পরিবার ১ লাখ টাকার যৌতুক চায়। কিন্তু তা দিতে অপারগতা জানালে রিমার স্বামী, শশুর-শাশুড়ি, দেবর-দেবরের স্ত্রী তার ওপর অমানসিক নির্যাতন শুরু করে। তিনি বলেন, রিমা আত্মহত্যা করলেও এই ৮ বছরেই করতো, সন্তান বড় হয়েছে এখন কেনো করবে। তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তা না হলে সবাই পালিয়ে যাবে কেন। এদিকে ঘটনাস্থল উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল, এসআই রুহুল আমিন, এসআই হরিদাশ নাগসহ কর্মকর্তারা পরিদর্শন করেছেন। পুলিশের এ কর্মকর্তারা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD