শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
যারা ভূমিদস্যুতার মাধ্যমে চর দখলে জড়িত , নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব সারাদেশে নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন বাউফলে অবৈধ ব্রিকফিল্ড বন্ধের ২৪ ঘন্টা না যেতেই ফের চালু বাউফলে জেলে ও চাষী পরিবারের মানববন্ধন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা বেগম জিয়ার রোগমুক্তির জন্য মেহেন্দীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল
বাকেরগঞ্জে ৬ স্বর্নের দোকানে ডাকাতি, হামলায় আহত এএসআই

বাকেরগঞ্জে ৬ স্বর্নের দোকানে ডাকাতি, হামলায় আহত এএসআই

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামে ৬ টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পাশপশি ডাকাতদলের হামলায় বাকেরগঞ্জ থানা পুলিশের এএসআই জসিম গুরুত্বর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম। স্থানীয়রা জানান, বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠী বাজারে একদল ডাকাত হানা দেয়। এরআগে তারা ২-৩ টি স্পীডবোটে করে তারা কলসকাঠী বাজারে আসে। শুরুতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে ব্যাংকের নাইট গার্ডসহ বাজারে থাকা লোকজনকে ধরে পেছন থেকে হাত বেধে দেয়। এরপর সবাইকে বাজারের সেবা ফার্মেসী নামক একটি ওষুধের দোকানে নিয়ে আটকে রাখে। ঘটনার কাছাকাছি থাকা থানা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ডাকাতদলের ৪/৫ সদস্যকে দেখে চ্যালেঞ্জ করে। এরমধ্যেই পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন দিয়ে লোহার রড দিয়ে মাথার ওপর আঘাত করে ডাকাত দলের সদস্যরা। এরপর তাকেওসহ অন্যদের হাত পেছন থেকে বেধে ওই ফার্মেসিতে নিয়ে আটকে রাখে। বাজারের ব্যবসায়ীরা জানান, ডাকাতদলের সদস্যরা বাজারের লক্ষী জুয়েলার্স, কলসকাঠী অলঙ্কার ভবন, কানাই কর্মকারের স্বর্নের দোকান, পাল অলঙ্কার ভবন, সোনার গহনা ভবনসহ ৬ টি স্বর্নের দোকানে লুটপাট চালায়। ব্যবসায়ীদের দাবী এ লুটপাটে ৬০ ভরির ওপরে স্বর্ণ, ১ শত ভরির ওপরে রুপা ও নগদ কয়েকলাখ টাকা লুট করে নিয়ে গেছে ‍দুর্বৃত্তরা। জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে থানা পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে আসলেও তার আগে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা সংকটাপন্য হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD