শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় পর্যটক হেনেস্তাকারী যুবদল সভাপতি বহিষ্কার টুরিষ্ট ভিসায় জেল খেটে বিদেশ ফেরত মকছুদ।কলাপাড়ায় দুই  প্রতারকের বিরুদ্ধে মামলা কলাপাড়া বিএনপির সাবেক সভাপতি’র দলবদল কলাপাড়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার উদ্দ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদ গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলে নিখোঁজের ৫দিন পর লাশ উদ্ধার শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো-ব্যারিস্টার ফুয়াদ বরিশাল গোরস্থান রোডের রাস্তা ও ড্রেনের সংস্করণের দাবিতে মানববন্ধন বাউফলে ‘খেলাফত মজলিস’ উপজেলা শাখার কমিটি গঠন কলাপাড়ায় মাহেন্দ্র-মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে শিক্ষকের মৃত্যু শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদেরও রক্ত গেছে আল কারীম কওমী মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন মেহেন্দিগঞ্জে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ এগিয়ে যাবে

সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ এগিয়ে যাবে

Sharing is caring!

বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেছেন, সকল অপরাধের মূলে হচ্ছে মাদক। মাদক মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। এখনও যেসব মাদক ব্যবসায়ী ও সেবীরা আত্বসমর্পণ করেননি তাদের আত্বসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহব্বান জানাচ্ছি। বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে রোববার (০৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আত্বসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী/সেবীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  এসময় তিনি সকল মাদক সেবি ও বিক্রেতাদের মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবারো আহবান জানান।  তিনি বলেন, মাদকের কারনে ব্যাক্তি, পরিবার, সমাজ সবই নষ্ট হয়। তাই মাদক ছেড়ে সুপথে আসতে বলেন তিনি।  ডিআইজি বলেন, বরিশাল বিভাগে ১ হাজার ৩ শত’র মতো আত্মসমর্পনকারী মাদকসেবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি আমরা।  আমাদের উদ্দেশ্য হলো মাদক ছেড়ে যেন সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম-বিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআই জি এহসান উল্লাহ, মহিউদ্দিন মানিক-বীর প্রতিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নারীনেত্রী রাহিমা সুলতার কাজল। সভার শেষে আত্বসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী/সেবীদের নিয়ে “স্বপ্নতরী” সংগঠনের শুভ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।  উল্লেখ্য রোববারের এ মতিবিনিময় সভায় ৬জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করে। এর আগে ২২৩জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পন করেছিলো। ২২৯ জন আত্মসমর্পন কারীদের পুনর্বাসনের জন্য তাদের সমন্ময়ে স্বপ্ন তরী নামে একটি সমিতি গঠন করা হয়। এই সমিতির মাধ্যমে আত্মসমর্পন কারীরাদের ভবিষৎ জীবন উন্নয়নের চেষ্টা চলছে।  যার প্রাথমিক পর্যায়ে বর্তমানে ৫৫ জন সদস্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD