মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেক্সঃ
ভোলায় সড়কের পাশে পড়ে থাকা বস্তা থেকে ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল মহাসড়কে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
সন্দেহ হলে তারা খুলে দেখেন ভেতরে বিরল জাতের একটি বড় কচ্ছপ।
ধারণা করা হচ্ছে- রাতের আঁধারে কচ্ছপটি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল।
পরিবহণের সময় এটি কোনো বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটি নিরাপদে রেখে সকালে বন বিভাগকে খবর দেন।
পরে বন বিভাগের লোকজন এসে কচ্ছপটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উদ্ধার হওয়া কচ্ছপটি প্রায় ৫০ কেজি ওজনের এবং এটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ; যা অত্যন্ত বিরল প্রজাতির।
এটি দিন দিন বিলুপ্তির পথে।
ধারণা করা হচ্ছে- জেলেরা সাগর বা নদী থেকে এটিকে ধরে পাচারের সময় যে কোনোভাবে পড়ে গেছে।
কচ্ছপটি আহত না হলেও দুর্বল অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে ছেড়ে দেওয়া হবে।