সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি পালনের লক্ষ্যে ও ধানের শীষের প্রচারণায় নিরলসভাবে কাজ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ।
তারই ধারাবাহিকতায় ১৬ ই নভেম্বর রবিবার নগরীর ৫ নং ওয়ার্ডে পলাশপুর, ইসলামনগর,মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সকাল ১১ টায় লিফলেট বিতরন ও ধানের শীষের পক্ষে প্রচারনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ।
দোকান, বাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান সবখানে ঘুরে ঘুরে জনসাধারণের মাঝে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচি পালন করেন তিনি। পর্যায়ক্রমে মহানগরীর ৩০ টি ওয়ার্ডে ও সদর উপজেলায় ধারাবাহিকভাবে এই কর্মসূচি চলমান থাকবে বলে অবহিত করা হয়।
রহমাতুল্লাহ ধানের শীষের পক্ষে কাজ করতে ছুটে চলছেন প্রতিনিয়ত সাধারণ ভোটারদের কাছে।ইতিমধ্যে তিনি নগরীতে রিকশা শ্রমিকদের নিয়ে রেলী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহিলাদের নিয়ে দোয়া মোনাজাতের ব্যতিক্রমী উদ্যাগ গ্রহন করার বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
যা নতুন ভোটারদের মনেও প্রতিফলন ঘটবে বলে তিনি আশা করেন।