শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
মু,হেলাল আহমেদ রিপন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে র্যাব-৮ ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় মনিরুজ্জামামন (৩০) নামের এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে আজ।
বুধবার( ৮ অক্টোবর) দুপুরে তাকে ওই ক্যাম্পের ব্যারাক থেকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বকে ঘোষণা করেন।
জানা যায়, মৃত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবর রহমানের ছেলে।
তার স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতেই থাকেন। এদিকে সহকর্মীরা জানায়, ৮ অক্টোবর সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকেই বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান।
পরে জোহরের নামাজের সময় হলেও তিনি ঘুম থেকে আর না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন।
বার বার জাগানোর চেষ্টা করেও তার কোনো সাড়াশব্দ মেলেনি। এসময় দ্রুত সহকর্মীরা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস ডাঃ মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহম্মেদ বলেন জানান এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে।
তারপরও লাশের ময়নাতদন্ত করা হবে হবে বলে জানান। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদকে তার মুঠোফোনে একাধিক বার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।