বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক সেনাপ্রধান দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশী জাতীয়তাবাদের পথিকৃৎ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম তার জনকল্যাণমুখী ১৯ দফা কর্মসূচীর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৮০ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল প্রতিষ্ঠা করেন ।
এরই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলা তাঁতীদলের অন্তর্গত ১০ টি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ আসর সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয় । বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সহ সভাপতি এবং টিম প্রধান জাহিদুল ইসলাম আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এবং টিম সমন্বয়ক নূরুল্লাহ মোমেন আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের প্রচার সম্পাদক এবং টিম সদস্য খলিলুর রহমান মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলার আহবায়ক আবুল কাশেমের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলার সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাজিব হোসেন খান ।
আগামী দিনে কমিটি গঠন সফলভাবে সম্পন্ন করতে বক্তব্য রাখেন চন্দ্রমোহন ইউনিয়ন তাঁতীদলের মনিরুজ্জামান বাচ্চু , চাঁদপুরা ইউনিয়ন তাঁতীদলের আব্দুল ওয়াহাব , বরিশাল সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক গিয়াস হাওলাদার , চন্দ্রমোহন ইউনিয়ন তাঁতীদলের আব্দুল জলিল কাজী প্রমুখ ।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে তাঁতীদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার
জালিমশাহীর দোসর এবং সহযোগীদের সকল সন্ত্রাসী কার্যক্রম এবং ষড়যন্ত্র চক্রান্ত রুখে দাঁড়াতে মামলা হামলায় জর্জরিত কর্মীবান্ধব ত্যাগীদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ কে বিপুল ভোটে বিজয়ী করার মাধ্যমে
বিএনপিকে রাস্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষ্যে অনুষ্ঠান শেষে বরিশাল সদর উপজেলার অন্তর্গত রায়পাশা কড়াপুর , কাশীপুর , চরবাড়িয়া , শায়েস্তাবাদ , চরমোনাই , জাগুয়া ,
চরকাউয়া , চাঁদপুরা , টুঙ্গীবাড়িয়া এবং চন্দ্রমোহন ইউনিয়ন থেকে তাঁতীদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের হাতে তথ্য সংগ্রহ ফর্ম বিতরণ করেন বরিশাল জেলা এবং সদর উপজেলা তাঁতীদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ।