শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্সঃ
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে বাবার উপস্থিতিতে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত অপর দুই ভাইয়ের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরিফুল ইসলাম।
তিনি জানান, মুলাদী থানায় এ ঘটনায় আহত ব্যক্তির বাবাসহ মোট আটজনকে আসামি করে মামলা হওয়ার পরপরই পুলিশের একটি টিম মাঠে নামে।
বৃহস্পতিবার সকালে বরিশাল জেলার উজিরপুর উপজেলার মসাং গ্রামের শ্বশুর বাড়ি থেকে মামলার প্রধান আসামি স্বপন বেপারীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে মুলাদী থানা পুলিশ।
বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার স্বপন বেপারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
গচ্ছিত টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইতে গিয়ে গত ২২ আগস্ট বাবার সামনেই দুই ভাইয়ের হাতে চরম নির্যাতনের শিকার হন রিপন বেপারী (৩৬)।
নির্মমভাবে তার দুই চোখ উপড়ে নেওয়ার ঘটনা ঘটে
পরে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।