বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকাল ১০টায় ভূমি চত্বরে উপজেলার ভূমি অফিসের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতায় ছিলেন ভূমিমন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
অটোমেশন প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বলেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে এক ধরনের জ্বটিলতা কাজ করে। আর এই সুযোগটা নেয় ভূমি অফিসের অসাধু গোষ্ঠীরা।
অথচ ভূমি সেবা ডিজিটালাইজেশন হওয়ায় সহজেই সেবা নিতে পারেন সাধারণ মানুষ। তাই সবার এ বিষয়ে সচেতন হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.কাইয়ুম খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আতিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।
আলোচনা সভা শেষে ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম।
এ সময় উপজেলা ভূমি অফিস থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি চত্বরে এসে শেষ হয়।
এছাড়া শিক্ষার্থীদের ভূমি নিয়ে সাধারণ জ্ঞানবৃদ্ধি করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন উপজলা ভূমি অফিস। পরে ১০ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
তারিখ-২৬/০৫/২৫ইং
মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি