শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
বরিশালে এক জুয়েলারি দোকানের ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় অশোক চন্দ্র কর (৪৭) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরের নতুন বাজার পোস্ট অফিস গলির বাসিন্দা খিতিশ চন্দ্র কর এর ছেলে ও শহরের গির্জা মহল্লার নকশি জুয়েলার্সের ম্যানেজার। এদিকে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সহ থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন। আহত অশোক চন্দ্র কর জানান, ডায়াবেটিস এর রোগী হওয়ায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে নগরের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) হাটতে যান তিনি। হাটা শেষ করে উদ্যানের ডিসি লেকের পাড় সংলগ্ন বিশ্রামাগারে শরীর চর্চা করছিলেন। এসময় অজ্ঞাত পরিচয়ে ৩/৪ জন লোক এসে কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে দ্রুত ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। বরিশাল কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। অশোক চন্দ্র কর এর ডান হাত ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।