শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকলে সহায়তা করায় দুই শিক্ষককে অব্যহিত দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) গনিত পরীক্ষা চলাকালীন তাদের চলতি দাখিল পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এ অব্যাহতি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, ইয়াকুব আলী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক (আরবি) মো. দেলোয়ার হোসেন ও লালুয়া নয়াপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. রিয়াজ উদ্দিন।
খেপুপাড়া নেছারউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মো.নাসির উদ্দিন বলেন, আমাদের পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে ওই দুই শিক্ষককে দায়িত্ব পালন করতে দেয়া হয়।
তারা পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নকলে সহায়তা এবং নকলে সুযোগ দেয়ায় তাদের অব্যাহতি দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজে লিপ্ত থাকায় দুই শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
সেইসাথে এই দুইজন শিক্ষককে পরবর্তীতে কোন পাবলিক পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কোন প্রকার দায়িত্ব না দেয়ার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, চলমান পরীক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া তারিখ:
১৭.০৪.২০২৫