শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন
মো. আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে হাসি বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটার টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামে ঐ ঘটনা ঘটে। নিহত নারী ওই এলাকার আবু মুন্সীর স্ত্রী এবং তিন সন্তানের জননী। জানা গেছে, আজ সকালে বাড়ির লোকজন গাছ কাটতে ছিলেন।
এসময় গাছ পরে বিদ্যুতের সার্ভিস লাইনের তার ছিড়ে পরে। সকাল সাড়ে দশটার টার দিকে হাসি বেগম চুলা তৈরির জন্য মাটি আনতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেড়া তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়।
পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারিখ-১১/০৪/২৫ইং
মো. আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি