সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
‎খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায়  নবাগত শিক্ষক-কর্মচারীর যোগদান অনুষ্ঠান কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১ কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন
পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন

পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরাম এ কর্মসূচি আয়োজন করেন। শুক্রবার ১৪’মার্চ বিকেল ৩ টার সময় লেবুখালীর পাগলার মোড় সংলগ্ন পায়রা সেতুর টোলপ্লাজার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সেনানিবাসের জমিদাতা রশিদ গাজী, আব্দুস সালাম খান, সুমন শরিফ , বাবুল শরিফ, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দুলাল ও প্রকৌশলী কামাল হোসেন।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পটুয়াখালীর লেবুখালীতে ১৫৩২ একর জমির ওপর দেশের ৩১ তম সেনানিবাস উদ্বোধন করা হয়। এসময় এর নাম দেয়া হয় শেখ হাসিনা সেনানিবাস। স্থানীয় নামে নামকরণ না করে একজন ব্যক্তির নামে নামকরণ করায় তখন পটুয়াখালীর সর্বস্তরের মানুষ সংক্ষুব্ধ হয়েছিল, সাধ্য অনুযায়ী প্রতিবাদও করেছিল।

এদিকে গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নাম পরিবর্তন করে সেনানিবাসের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’।

পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীবাসী বৈষম্যের শিকার। সেনানিবাসের অবস্থান পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নে।

উক্ত জমির দাগ, খতিয়ান, মৌজা সব কাগজপত্রে লেবুখালী, পটুয়াখালী লেখা। সেনানিবাস নির্মাণের সময় জমিদান করেছিল পটুয়াখালীর মানুষ। এটি ভৌগোলিকভাবে যেহেতু পটুয়াখালী জেলাধীন, এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নের নাম মেনশন করা হয়েছে। সেহেতু এ সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ করা এ জেলার মানুষের প্রাণের দাবী। কিন্তু পটুয়াখালী নামকরণ না করে বরিশাল নামকরণ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে।

দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস নামকরনের দাবী জানান বক্তারা। দাবী আদায় না হলে আগামী ২৬ শে মার্চ বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানানো হয়।

এর আগে এ দাবীতে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং বুধবার রাতে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD