বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
অদ্য শনিবার (৮ মার্চ) সকালে জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা এলাকা থেকে অভিযুক্ত এনছান মৃধা ওরফে গেদু এবছান(৬৫)কে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করতো। গত বুধবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটি অভিযুক্ত এনছান মৃধার গাছ থেকে বড়ই কুড়াতে গেলে সে তাকে কৌশলে নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে শিশুটির সঙ্গে অসদাচরণ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটি সেখান থেকে পালিয়ে যায়।
প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখে। তবে ঘটনার পর থেকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে (৬ মার্চ) বৃহস্পতিবার তাকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসার পরও স্বাভাবিক না হওয়ায় পরদিন আবারও হাসপাতালে নেওয়া হয়।
পরে শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এনছান মৃধাকে গ্রেপ্তার করে।
এ ব্যপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল ইসলাম জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত এনছান মৃধাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।