বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ ডিসেম্বর) সকাল ৯টায় কলাপাড়া অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুশফিকুর রহমান সহকারী কমিশনার (ভূমি) মো.কৌশিক আহম্মেদ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ড.ফাতেমা হেরেন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.তরিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন কলাপাড়া পৌর শাখার সভাপতি এড. জেড এম কাওছার এবং বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে নগদ অর্থ এবং উপহার তুলে দেন অতিথিরা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া ১৬/১২/২০২৪