বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল জেলাধীন হিজলা উপজেলার নয়া ভাঙ্গনী, মেঘনা, আড়িয়াল খাঁ নদীতে সরকার কর্তৃক ইজারা ব্যতীত কতিপয় দুষ্কৃতকারীরা তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অবৈধভাবে বালু উত্তোলন করতেছে।
এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি নদীর পার্শ্ববর্তী গ্রামগুলো নদীগর্ভে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ৩১-৮- ২০২৪ ইং তারিখ রোজ শনিবার রাত ১১ ঘটিকার সময় গংগাপুর বদরপুর মৌজায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুষ্কৃতকারীদের একটি ড্রেজার স্থানীয় জনগণ জব্দ করে রাখে, যে ড্রেজারের নাম গাউছিয়া ড্রেজিং প্রকল্প কিছু দুষ্কৃতকারীদের পরিচয় পাওয়া গেছে তাদের ।
নাম ১/সুজন সরদার, পিতা- সালাউদ্দিন সরদার, শাকিন- হরিনাথপুর ২/ সোহেল বিহারী, পিতা- হাকিম বিহারী পিতা- হাকিম বিহারী, শাকিব- আবু বুর ৩/ আমির বাঘা পিতা -অজ্ঞাত, সাকিন- গুয়াবাড়িয়া৪/ সজল খা পিতা- মন্নান খা, সাকিন- গুয়াবাড়িয়া৫/ সম্রাট মোল্লা, পিতা- নুরুজ্জামান মোল্লা, শাকিম- টুমচর ৬/ মিজান বেপারী, পিতা- রহমান বেপারী, শাকিম- আবুপুর ৭/কামাল বেপারী, পিতা- বিসাই বেপারী, সাং – আবুপুর সর্ব থানা হিজলা বরিশাল, এ ব্যাপারে স্থানীয়রা জানায় তারা বারবার উপজেলা পরিষদ ও হিজলা থানায় অবহিত করার পরেও দুষ্কৃতকারীরা কোন কিছুর তোয়াক্কা না করে তাদের এ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে সর্বশেষ বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে।