মো. আবু ইউসুফ
সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান বিভাগ) সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, কলাপাড়া, পটুয়াখালী।
★রাসেল’স ভাইপার★
রাসেলস ভাইপার আসছে ধেয়ে বাঁচার উপায় নাই,
আতঙ্কে দেশ কাঁপছে মানুষ ওষুধ কোথা পাই!
মারছে কামড় মারছে মানুষ ইচ্ছমতো শতো,
মুহুর্তেই মরছে মানুষ চিকিৎসা নাই ততো।
গুজব উঠছে কামড়ে দিলে নাইকো মেডিসিন,
রাসেলস ভাইপার ছোবল দিলে গুনতে হবে দিন।
হায়রে জীবন এবার বুঝি জীবনটা চলে গেল,
ভাইপার বুঝি এবার সবার ঘুমটা কেড়ে নিল।
চন্দ্রবোড়া নাম পড়েছি হুমায়ূন আহম্মেদের লেখায়,
হঠাৎ সেই সাপের উপদ্রব মানুষ যাবে কোথায়!
প্রেশার সবার যাচ্ছে বেড়ে দেখ সবে ওই,
রাসেলস ভাইপার আসছে তেড়ে জেগে কেমনে রই!
ওপার থেকে আসছে নাকি এই রাসেলস ভাইপার,
বিষে ভরা টইটম্বুর ওরা সারা দেশ করছে তোলপাড়।
রাসেলস ভাইপার চরাঞ্চলে বেশি দেখা গেলো,
প্রতিরুদ্ধ বেজি শেয়াল বাগডাশের বংশ বিলীন হলো।
প্রকৃতি একদিন তাদের হাতে নিরাপদই ছিলো,
উপকারী জীব ধীরে ধীরে জগৎ থেকে বিদায় নিলো।
ভাইপার হতে সতর্ক থেকে করবে মোকাবিলা,
কামড়ে দিলে এন্টিভেনম নিবে করবে না অবহেলা।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া