বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল গাফফার তালুকদারের রূহের মাগফিরাতের জন্য দোয়া
গলাচিপার মাঝির লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার, ঝালকাঠিতে আটক ১

গলাচিপার মাঝির লাশ মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার, ঝালকাঠিতে আটক ১

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন স্টাফ রিপোর্টারঃ

গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা নিখোঁজের ৬দিন পর গলাচিপার অহিদুল ফকির(৩২) নামের ট্রলার মাঝির লাশ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দশআনী মেঘনা নদী থেকে উদ্ধার করেছে স্থানীয় নৌ-পুলিশ। অহিদুল ফকির পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকান্দার ফকিরের ছেলে। এ ঘটনায় ট্রলার সহ শাকিল(২৪) কে ঝালকাঠী জেলার সুগন্ধা নদীর উত্তর পাড় থেকে আটক করেছে ঝালকাঠি সদর থানা পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, অহিদুল ফকির ভাড়া করা ট্রলার নিয়ে মালামাল পরিবহন করে থাকে। গত ২৫মার্চ বরিশালের বজলুর রহমানের মালিকানা এমভি মাহিম/মিম ট্রলারে ঢাকার মেঘনা ব্রীজ থেকে ২৪শত ব্যাগ সিমেন্ট বোঝাই করে ভোলার দৌলতখান উপজেলার বাংলা বাজারে যাচ্ছিল।

অহিদুল মাঝির সাথে ছিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার কালাম মিয়ার দুই ছেলে শাকিল(২৪),রাকিব(২২) এবং বাবুর্চি। ট্রলার ছাড়ার আগ মূহুর্ত পর্যন্ত পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ ছিল। অহিদুলের স্ত্রী আসমা বেগম(২৯) জানান, তার স্বামীর মুঠোফোনে কল দিলে কর্মচারী দুই জন শাকিল ও রাকিব বারবার অহিদুল ফকির ঘুমিয়ে আছে বলে জানায়। বারবার চেষ্টার পরও তার স্বামীর সাথে যোগাযোগ করতে না পারায় আত্মীয়-স্বজন গলাচিপা থানায় সাধারণ ডায়েরি করতে আসলেও থানা পুলিশ তা আমলে নেয়নি।

৩০মার্চ মুন্সিগঞ্জের নৌ-পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিঁেখাজের ছবি পোস্ট করে। ফেসবুক থেকে পরিবারের লোকজন অহিদুলকে শনাক্ত করে। পরে অহিদুলের বাবা সেকান্দার ফকির মুন্সিগঞ্জ মর্গ থেকে লাশ গ্রহন করে। লাশের চোখ তুলে ফেলা হয়েছে।

এদিকে ট্রলারে থাকা শাকিল, রাকিব ও বাবুর্চি অহিদুলকে খুন করে নদীতে ফেলে দেয় বলে অহিদুলের আত্মী-স্বজন অভিযোগ করেন।

এই খুনের পিছনে আরও অনেকে থাকতে পারে সন্দেহ করছে তারা। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানানো হয়।

ঝালকাঠী সদর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঢাকার ব্যবসায়ী শাখাওয়াত হোসেন সিমেন্ট চুরির অভিযোগের ভিত্তিতে ঝালকাঠী জেলার সুগন্ধা নদীতে পুলিশ টহল অবস্থায় সন্দেহজনক ট্রলারটি আটকের চেষ্টা করে।

এ অবস্থায় ট্রলারে থাকা শাকিল,রাকিব এবং বাবুর্চি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে। পরে শাকিলকে সিমেন্ট বোঝাই ট্রলারসহ আটক করা হয়েছে।

পরে অহিদুল খুনের বিষয় শাকিল জড়িত আছে বলে জানা গেছে।

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান জানান, ঘটনাটি অন্য এলাকায় হওয়ায় গলাচিপা থানায় অভিযোগ গ্রহন করা হয়নি। গোলাখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন জানান, লাশ রবিবার রাত ১১টায় নিয়ে বাড়িতে আসলে ওই রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারে শোকের মাতম চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD