বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
অনলাইন ডেক্স: কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই ” এই স্লোগানকে ধারণ করে আজ ৪ সেপ্টেম্বর, ২০২৩ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,ব্রজমোহন কলেজ সংসদের ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনের পূর্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল ।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রনেতা উন্মেষ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য রথীন্দ্রনাথ বাপ্পি, ব্রজমোহন কলেজ সংসদের সাবেক সভাপতি জাহিদ আবদুল্লাহ রাহাত,যুব ইউনিয়ন বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জামাল প্রমূখ।
সমাবেশে আলোচক এবং নেতৃত্ববৃন্দরা বলেন, দীর্ঘদিন যাবৎ একটি ভোটারবিহীন শাসন ব্যবস্থা এদেশের মানুষের ঘাঁড়ের উপর চেপে বসেছে। স্বাধীন ভাবে মতামত প্রকাশ করার নূন্যতম গণতান্ত্রিক অধিকারটুকুও আজ অবশিষ্ট নেই। সাইবার সিকিউরিটির মত ড্র্যাকোনিয়ান আইন দিয়ে ভিন্নমতকে দমন-পীড়ন করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিনত হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসের অভয়ারণ্যে।
হল দখল, গণরুম-গেস্টরুম চর্চা ও সরকারের এজেন্ডা বাস্তবায়নই হয়ে উঠেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একমাত্র রাজনীতি। রাষ্ট্র শিক্ষাকে বণিজ্যকরণ করে একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত করেছে । “টাকা যার শিক্ষা তার এই নীতিতে চলছে শিক্ষাব্যবস্থা”। ক্ষমতা ধরে রাখার স্বার্থে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে । দেশের সর্বত্র তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি। দেশের এই দুঃসময়ে সমাজের অগ্রসর শ্রেণী হিসেবে আমাদের চুপ করে থাকলে চলবে না।
আমাদের রাজনীতিবিমুখ এবং বিচ্ছিন্ন করে রাখার পাঁয়তারা শোষণকে দীর্ঘস্থায়ী করার জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির অংশ। এই সময়ে আমরা যত বিচ্ছিন্ন থাকবো, রাজনীতিকে যত ঘৃণা করবো এই স্বৈরাচারী ব্যবস্থার শোষণ তত দীর্ঘস্থায়ী হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সানজিদুল ইসলাম কে সভাপতি,সুজয় সরকার কে সাধারণ সম্পাদক, সালমান সানিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, -সহ সভাপতি: নয়ন সরকার জয় -সহকারী সাধারণ সম্পাদক: সাজ্জাদুল ইসলাম -কোষাধ্যক্ষ:ফাতেমা তুজ জোহরা -দপ্তর সম্পাদক: আবু সুফিয়ান -প্রচার ও প্রকাশনা সম্পাদক: অর্পিতা বিশ্বাস -শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: ইমামুল ইসলাম ইমরান -সাংস্কৃতিক সম্পাদক: রুম্মন খান -সদস্য: তরিকুল ইসলাম শোভন -সদস্য: কো-অপ্ট -সদস্য: কো-অপ্ট নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। শপথ পাঠ শেষে নবনির্বাচিত নেতৃত্ববৃন্দরা এই অগণতান্ত্রিক, বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন।