বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার আসর নামাজ বাদ নুতন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয় কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খন্দকার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া-মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আনিসুর রহমান।