শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
অনলাইন ডেক্স: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) মারা যান তিনি।
তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিএসএসএমইউর ডি ব্লকের সামনে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করেছে। সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এ চিত্র দেখা যায়।
এ সময় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ অসংখ্য গুণগ্রাহীরা ভিড় জমান। অনেককে আহাজারি করে কাঁদতেও দেখা যায়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এরআগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।