শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
লাউকাঠীতে নদীর পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সবুজ আকনের নেতৃত্বে সাম্যের খুনীদের বিচার দাবীতে বিক্ষোভ মিছিল বাউফলে এক প্রতারক পুলিশের হাতে আটক তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের প্রস্তুতি সভা কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা কলাপাড়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার কলাপাড়া বাজার আয়োজিত  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পটুয়াখালীর কলাপাড়ায় মেগা প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন কলাপাড়ায় খালের উপর অবৈধভাবে নির্মিত ৭টি স্থাপনা উচ্ছেদ কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপন বাকেরগঞ্জে স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনায় সাবেক এমপিকে জড়ানোয় বিএনপির উদ্বেগ অপারেশন ডেভিল হান্ট” কলাপাড়ায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেফতার-৬
গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে মহিলা আঃলীগ নেত্রীকে অমানবিকভাবে মারধর

গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে মহিলা আঃলীগ নেত্রীকে অমানবিকভাবে মারধর

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ

গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে মোসাঃ নুরজাহান বেগম (৪৫), নামে এক আওয়ামীলীগ নেত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সালাম ফকিরের ছেলে জাকির ফকির (৩৫), ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আলেফ হাওলাদার এর ছেলে বশির হাওলাদার (৩৫) এর বিরুদ্ধে। আহত নুরজাহান গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সদস্য, গোলখালী ইউনিয়নের মহিলা সম্পাদিকা, মহিলালীগের সাধারন সম্পাদক ও ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য। ঘটনাটি গত ২০’জুলাই গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জুলেখার বাজার এলাকায় সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, পুর্বে মেম্বার থাকাকালীন সময়ে ফেয়ার কার্ড নিয়ে জাকির ফকির এর সঙ্গে তর্কবিতর্ক হয়েছিলো এছাড়াও রাজনৈতিক দলের ক্ষেত্রে ও সে বিরোধী দলের সমর্থক। ঘটনার দিন জুলেখার বাজার সংলগ্ন সন্ধ্যার পরে পথরোধ করে অকথ্য ভাষায় গালাগালি করে জাকির ও বশির। আমি গালাগালির প্রতিবাদ জানালে এলোপাতাড়িভাবে বুকে পেটে কিল-ঘুষি মারে। এতে আমার অপারেশন এর স্থানে ব্যাথা শুরু হয়ে যায়। এসময় তার সাথে বশির হাওলাদার ও আমাকে লাথি ও ঘুষি মারে আমার পরনের কাপড় চোপর টেনে লজ্জা শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে চুলের মুঠি ধরে পাশের বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা মারলে মাথায় প্রচন্ড আঘাত লেগে মাটিতে লুটিয়ে পড়ে গিয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে আমাকে রক্ষা করে। এসময় মারধরকারীরা জনসম্মুখে জীবন নাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় নুরজাহানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের পরে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হসপিটালে রেফার করেন। এদিকে নুরজাহান বেগম একজন অপারেশনের রোগী হওয়ায় বিবাদের লাথি ঘুষিতে মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে হসপিটালের ২ নং ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ব্যাথায় কাতরাচ্ছে। এ বিষয়ে গলাচিপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু বলেন, নুরজাহান উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং ইউনিয়ন মহিলা সম্পাদিকা তাকে যারা মারধর করেছে অবশ্যই অন্যায় করেছে। এছাড়াও সে মহিলা পুরুষ যদি রাস্তায় বসে কোন নারীকে মারধর করে সেটা আইনের দৃষ্টিতে ও বড় অপরাধ। আমি ঢাকায় আছি আমাকে ঘটনাটি অবহিত করেছে। শীগ্রই গলাচিপা এসে দলীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার বলেন, আমি বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক। নুরজাহান আমার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য। তার চিকিৎসা চলছে এব্যাপারে নুরজাহান আইনগত ব্যবস্থা নিলে চেয়ারম্যান হিসেবে যতটুকু সহযোগিতা ও পদক্ষেপ দরকার সেটা থাকবে বলে জানান। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হালিম হাওলাদার বলেন, ব্যাপারটা দুঃখজনক এভাবে একজন নারীকে রাস্তায় বসে মারধর করা আইনগতভাবে গুরুতর অপরাধ। এছাড়াও নুরজাহান ইউনিয়ন আওয়ামিলীগের মহিলা সম্পাদিকা ও সাবেক মেম্বার সে দলীয় একজন কর্মী হিসেবে যতটুকু সহযোগিতা প্রয়োজন তাকে করা হবে। নুরজাহানকে হসপিটালে দেখতে গিয়েছি তার চিকিৎসা চলমান রয়েছে একটু সুস্থ হলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD