মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা উন্নয়নের যে কর্মযজ্ঞ করেছে তা আপনাদের লেখনির মাধ্যমে সঠিকভাবে তুলে ধরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সোমবার রাতে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শহিদুল আলম, প্রভাষক ইউসুফ আলী, গণমাধ্যমকর্মী গোফরান পলাশ, এসকে রঞ্জন, সালমা কবির, মোঃ ওমর ফারুক, ইমন আল আহসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।