বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: রংপুরের তারাগঞ্জে একটি অ্যাম্বুলেন্স বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেওয়ায় পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ উপজেলার নেংটিছিড়া ব্রিজের কাছে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন আজাহার (৪৮) ও খাদেমুল (৪৫)। তাদের সবার বাড়ি উপজেলার বাঙালিপুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তারাগঞ্জ থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে নেংটিছিড়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা পাঁচজনের মৃত্যু হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।