শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
৮’ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে সকাল ৮ টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে আনন্দ র্যালী বের হয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে কার্যালয় নতুন বাজার সড়ক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল শিশু পার্কে এসে শেষ হয়। সেখানে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপারের প্রতিনিধি এম আর শওকত আনোয়ার ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা শেখ আব্দুল্লাহ-সাদিদ, বীর-মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জামাল হোসেন সহ প্রমুখ