সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
এম এইচ শান্ত : শক্তের ভক্ত নরমের জম এটাই বাস্তব জীবনে রুপ নেয় একটি চক্র। যারা অসহায় মানুষের উপর জুলুম ও অত্যাচার করে ভোগদখল করে জমি ও বসত ঘরবাড়ি।
লুটেপুটে নিয়ে নিঃস্ব করে দেয় অসহায় মানুষদের। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্যাসফিল্ট নিজ জমিতে ঘর নির্মাণ কালে মর্মান্তিক হামলার শিকার হয়ে ভুক্তভোগী।১-১২-২২ রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫টা নাগাদ।
ভুক্তভোগী রুবিনা জানায়,আমি ভূমিহীন ,সরকারের কাছে আবেদন করলে আমাকে একটি কার্ড দেন।সেই কার্ডের জমিতে ঘর উডাইতে গেলে লুচু মোল্লা,মোশারেফ পন্ডিত ,জাহাঙ্গীর খান, জামাল খানসহ আরো ৫০-৬০জন মিলে আমাকে আউলা ঝাউলা মারে, মাইরের বেতা সয্য করতে না পাইরা আমি তিনটা ৯৯৯ ফোন দেই, তার পর পুলিশ এসে আমাকে বাচায়।
ভুক্তভোগী আরো বলে,আমি গার্মেঞ্চে কাজ করি। গ্রামের লোকজন কয়েকবার শালিশ করেছে লুচু মোল্লা তা মানেনা। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মা জননী তার কাছে আঁচল পেতে ভিক্ষা চাই আমি যেন তার দেওয়া এই জমিতে ঘর উঠিয়ে বসবাস করতে পারি।
এবিষয় কথা হয়,চরশিবা পুলিশ ফাড়ির এস আই তারেক সাহেবের সাথে, তিনি বলেন ৯৯৯কল দিলে আমিও আমার টিম নিয়ে যাই সেখানে রুবিনা ও তার পরিবারকে উদ্ধার করি।তবে কাগজ অনুযায়ী জমি রুবিনার।