বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে বরিশাল ক্যাডেট কলেজ।
এ বছর ৫৪ জন ক্যাডেট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে।
যা শতকরা হিসেবে ১০০ শতাংশ।
এ অসাধারণ ফলাফলের জন্য কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রাইহান আহম্মেদ শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবক ও অন্যান্যদের অভিনন্দন জানিয়ে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান।
নিয়মিত পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ কলেজের ক্যাডেটরা শিক্ষাকার্যক্রমে নিবিড়ভাবে সম্পৃক্ত থাকায় এ গৌরবোজ্জ্বল ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।