বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কলাপাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় নুতন বাজার কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবদুর রশিদ চুন্নু মিয়া।
উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট খন্দকার নাসির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শ্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জাফরুজ্জামান খোকন, মো.বশির আহম্মেদ মৃধা, আলমগীর হোসেন বাচ্চু, শাহিন চৌধুরী পাশা, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান ফরাজি, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ সহ উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সেরা পাঁচ এবং জেলা এবং উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে হাজী হুমায়ুন সিকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট হাফিজুর রহমান চুন্নু’র নাম ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, যেকোনো সময়ের চেয়ে কলাপাড়া বিএনপি এখন ঐক্যবদ্ধ রয়েছে। নুতন কমিটির মাধ্যমে দলকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।